হাই কোর্টের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি, কী প্রতিক্রিয়া অভিজিৎ-বিকাশের?

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বহাল থাকল ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) দেওয়া সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। ফলে চাকরি হারানোর আশঙ্কা কাটল শিক্ষকদের। আদালতের এই রায়ে খুশি প্রাথমিক শিক্ষকরা। তাঁদের বক্তব্য, ন্যায় ও সত্যেরই জয় হয়েছে।

হাইকোর্টের এই রায়ে ক্ষোভ উগরে দিলেনআইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “আপাতত চাকরি বাঁচল বটে কিন্তু এই রায়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল। এটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে। প্রাতিষ্ঠানিকভাবে যে দুর্নীতি হল, যে তথ্য আদালতে পেশ করা হল আইনের দিক থেকেও সেটাকে যদি গ্রাহ্য করা না হয় তাহলে আগামীতে তাঁরা দুর্নীতি করতে খানিকটা প্রশ্রয় পাবেই।”

অন্যদিকে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি জানিয়েছেন, যে কারণ দেখিয়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বজায় রাখা হল, তা ঠিক নয়।

তিনি বলেন, ‘‘২৬ হাজার চাকরি যাদের বাতিল হল, তারাও তো অনেক বছর চাকরি করেছিল। তা হলে কি সেই রায় ভুল? আমার মনে হয় এটা কোনও গ্রাউন্ড হতে পারে না।’’ তাঁর সাফাই, ‘‘ডিভিশন বেঞ্চের বিচার করার ক্ষমতা আছে, তারা যা ভাল মনে করেছে, করেছে। আমার কিছু বলার নেই। বিচারপতি হিসাবে আমি যা মনে করেছিলাম, বলেছিলাম।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen