দেশে বেকারের সংখ্যা কত? অভিষেকের প্রশ্নে পাঁচ বছরের রিপোর্টে কী জানাল কেন্দ্র?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫৫: দেশে বেকারত্বের হার নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত পাঁচ বছরে বেকারত্বের (Unemployment) হারের পরিবর্তন, নারী-পুরুষ ও যুবসমাজের কর্মসংস্থান সংক্রান্ত তথ্য জানতে চেয়ে তিনি কেন্দ্রকে একাধিক প্রশ্ন করেন। তার জবাবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক পরিসংখ্যান প্রকাশ করেছে।
শ্রম প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে সংসদে জানান, দেশে যুবসমাজের বেকারত্বের হার এখনও সন্তোষজনক নয়। মন্ত্রকের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সিদের মধ্যে ২০১৯-২০ সালে বেকারত্বের হার ছিল ১৫ শতাংশ। ২০২০-২১ সালে তা কমে দাঁড়ায় ১২.৯ শতাংশ, ২০২১-২২ সালে ১২.৪ শতাংশ, ২০২২-২৩ সালে ১০ শতাংশ এবং ২০২৩-২৪ সালে ১০.২ শতাংশ।
সামগ্রিক বেকারত্বের হার Unemployment Rate India ক্রমশ হ্রাস পাচ্ছে। পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে (Periodic Labor Force Survey)-এর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ সালে ১৫ বছর বা তার বেশি বয়সিদের বেকারত্বের হার ছিল ৪.৮ শতাংশ। ২০২০-২১ সালে তা কমে দাঁড়ায় ৪.২ শতাংশ, ২০২১-২২ সালে ৪.১ শতাংশ, ২০২২-২৩ সালে ৩.২ শতাংশ এবং ২০২৩-২৪ সালে ৩.২ শতাংশ। অর্থাৎ, পাঁচ বছরে দেশে বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
পরিসংখ্যান বলছে, কর্মসংস্থানে মহিলারা পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন। গ্রামাঞ্চলে ২০১৯-২০ সালে ৪.৫ শতাংশ পুরুষ এবং ২.৬ শতাংশ মহিলা কর্মহীন ছিলেন। ২০২৩-২৪ সালে তা কমে যথাক্রমে ২.৭ এবং ২.১ শতাংশে দাঁড়িয়েছে। শহরাঞ্চলে ২০১৯-২০ সালে কর্মহীন ছিলেন ৬.৪ শতাংশ পুরুষ এবং ৮.৯ শতাংশ মহিলা। ২০২৩-২৪ সালে তা কমে হয়েছে ৪.৪ এবং ৭.১ শতাংশ। অর্থাৎ, শহুরে মহিলাদের বেকারত্বের হার এখনও বেশি।
কেন্দ্র জানিয়েছে, তারা বেকারত্ব কমাতে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে রয়েছে পিএম এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম (PM Employment Generation Program), মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme), স্টার্ট আপ ইন্ডিয়া, দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ইত্যাদি। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে পড়ুয়া ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান করা হচ্ছে। উৎপাদন ক্ষেত্রে কর্মসংস্থান বাড়াতে আনা হয়েছে ‘এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ’ (ELI) প্রকল্প।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে কেন্দ্রের এই জবাব রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। সামগ্রিক বেকারত্বের হার কমলেও যুবসমাজ ও মহিলাদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।