গরু পাচার মামলায় চাপে পদ্ম শিবির! বনগাঁ থেকে গ্রেপ্তার বিজেপি নেতা
December 3, 2025
|
< 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: গরু পাচার মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bangaon) থেকে গ্রেপ্তার হলেন বিজেপির (BJP) এক স্থানীয় নেতা। বনগাঁ থানার পুলিশের হাতে ধৃত ওই নেতার নাম পরিতোষ মহালদার। তিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। এই গ্রেপ্তার কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের গরু পাচার সংক্রান্ত একটি মামলায় পরিতোষ মহালদারকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিন পান। তবে পুনরায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মঙ্গলবার রাতে বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।