বিরোধীদের দাবিতে সায়, রাজ্যসভায় ‘বন্দে মাতরম্’ ও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় বরাদ্দ ১০ ঘণ্টা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০: অবশেষে বিরোধীদের দাবিতে সায়। আগামী সপ্তাহে ‘বন্দে মাতরম্’ (Vande Mataram) ও নির্বাচনী সংস্কার (electoral reforms), দুই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে রাজ্যসভায় ১০ ঘণ্টা করে আলোচনা বরাদ্দ করা হয়েছে। রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটি (Business Advisory Committee -BAC)–র বৈঠকে এই সময়সীমা নির্ধারিত হয়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে।
সূত্রের দাবি, মঙ্গলবার থেকেই শুরু হবে ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর উপলক্ষে আলোচনা। জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে এই বিশেষ বিতর্কের পরই রাজ্যসভায় শুরু হবে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে বিতর্ক শুরু হবে একই দিন, অর্থাৎ মঙ্গলবার থেকেই।
সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দু’দিন জুড়ে বিরোধীরা বিশেষ সংশোধিত ভোটার তালিকা (Special Intensive Revision–SIR) নিয়ে অবিলম্বে আলোচনা দাবি করে তীব্র বিক্ষোভ দেখায়। তবে সরকার স্পষ্ট জানিয়ে দেয়, SIR নিয়ে আলাদা করে কোনও আলোচনা করা হবে না। এরপর বিরোধী শিবির নির্বাচনী সংস্কার সংক্রান্ত বৃহত্তর আলোচনার দাবি জানায়।
সরকারের পক্ষ থেকে প্রথমে ‘বন্দে মাতরম্’ নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাবে বিরোধীরা সম্মতি জানায়। ফলে আগামী সপ্তাহে সংসদের দুই কক্ষই জাতীয় সঙ্গীত নিয়ে বিশেষ আলোচনা এবং পরে নির্বাচনী সংস্কার নিয়ে দীর্ঘ বিতর্কের প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, এর আগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (AITC) নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) ‘এসআইআর’ প্রসঙ্গের গুরুত্ব তুলে ধরে বলেন, “হ্যাঁ, এসআইআর নিয়ে আলোচনা হয়েছে এবং এটি এখনও সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়, কারণ মানুষের প্রাণহানি ঘটছে।” তবে সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বিরোধীরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, “গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সরকারের সময় সংক্রান্ত প্রস্তাব মেনে নিয়েছি এবং কৌশলগতভাবে অবস্থান বদল করেছি। নির্দিষ্ট এসআইআর বিতর্ক হোক বা সাধারণ সংসদীয় আলোচনা-উভয় ক্ষেত্রেই আমরা সরকারকে প্রকাশ্যে আনব।”