পুলিশের DSP পদে যোগ দিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৭: বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ (Richa Ghosh) বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি ( DSP) পদে। নিয়োগপত্র আগেই হাতে পেয়েছিলেন তিনি। এদিন পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করেন রিচা। কলকাতায় রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের (Rajeev Kumar DGP) হাত থেকে দায়িত্বভার গ্রহণের মুহূর্তে উপস্থিত ছিলেন একাধিক শীর্ষ আধিকারিক।
রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় রিচাকে স্বাগত জানানো হয়েছে। জানানো হয়েছে, তিনি শিলিগুড়ির সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপ জয়ের পরই রাজ্য প্রশাসন তাঁকে পুলিশের চাকরির প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব গ্রহণের পর ইডেনে বাংলা ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।
রিচার এই যোগদানের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আরেক সদস্য দীপ্তি শর্মার নামও উঠে আসে। দীপ্তিকে আগেই উত্তরপ্রদেশ প্রশাসন ডিএসপি পদে নিয়োগ করেছিল। এবার রিচাও সেই তালিকায় নাম লেখালেন। তবে দীপ্তির মতোই রিচার মূল লক্ষ্য এখনও ক্রিকেট। পুলিশের দায়িত্বভার গ্রহণ করলেও আগামী মাসেই তিনি আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন।