IndiGo Flights: দেশজুড়ে মহাবিপর্যয়! ২০০ ফ্লাইট বাতিল, সময়মতো বিমান মাত্র ৩৫% শতাংশ

December 3, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৪: দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্স (IndiGo Flights) টানা দু’দিন ধরে ভয়াবহ অপারেশনাল সমস্যায় জর্জরিত। এর জেরে দেশজুড়ে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে, বহু ফ্লাইট বিলম্বিত হয়েছে। মঙ্গলবার সংস্থার অন-টাইম পারফরম্যান্স (On-time performance) এক ধাক্কায় নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৫ শতাংশে।

বুধবার দুপুর পর্যন্ত দিল্লি বিমানবন্দরে ৩৮টি, মুম্বই ও বেঙ্গালুরু মিলিয়ে ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হায়দ্রাবাদ থেকেও একাধিক উড়ান বাতিল হয়েছে। সব মিলিয়ে গোটা দেশে ২০০-র বেশি ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো। ১ ডিসেম্বর সংস্থার অন-টাইম পারফরম্যান্স ছিল ৪৯.৫ শতাংশ, আর ২ ডিসেম্বর তা আরও কমে দাঁড়ায় ৩৫ শতাংশে। যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

কিন্তু কেন এই বিপর্যয়? জানা যাচ্ছে, ইন্ডিগো ভয়াবহ কর্মী সংকটে ভুগছে। সংস্থাটি দীর্ঘদিন ধরেই সীমিত কর্মী নিয়ে কাজ চালাচ্ছিল। তার উপর নতুন ডিউটি সংক্রান্ত নিয়ম জারি করেছে ডিজিসিএ। ওই নিয়ম অনুযায়ী পাইলটদের দৈনিক সর্বাধিক ডিউটি আওয়ার ৮ ঘণ্টা এবং সাপ্তাহিক সর্বাধিক ৩৫ ঘণ্টা নির্ধারিত হয়েছে। ফলে পাইলটের অভাব আরও প্রকট হয়ে উঠেছে। বহু বিমান গ্রাউন্ড করে দিতে হচ্ছে, সময়মতো উড়ান চালানো যাচ্ছে না।

এই পরিস্থিতিতে সরকারিভাবে ক্ষমা চেয়েছে ইন্ডিগো। ইন্ডিগোর দাবি, সমস্যার পেছনে পদ্ধতিগত কিছু কারণ রয়েছে এবং খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen