Weather Update: দাপুটে শীতের ব্যাটিং কয়েকদিনের মধ্যেই জানাল আবহাওয়া দপ্তর
December 4, 2025
|
< 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। ভোরে শিশির এবং কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাক আর। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ সমুদ্রের উপকূলে অবস্থান করছে এটি। যদিও এর কোনও প্রভাব নেই আমাদের রাজ্যে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ভোরে হালকা কুয়াশা পরে পরিষ্কার আকাশ থাকতে চলেছে। আগামী ৪ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস নামবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি থাকবে।