মুর্শিদাবাদে মমতার জনসভা, আজ ভারত সফরে পুতিন, সুপ্রিম কোর্টের SIR মামলা, দিনভর নজর কোন কোন খবরে?

December 4, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: *মুর্শিদাবাদে মমতার জনসভা*

মালদহের পর আজ মুর্শিদাবাদে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে হবে সভা। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের সভায় SIR নিয়ে মমতা কী বলেনসেদিকে নজর থাকবে।

*ভারত সফরে আসছেন পুতিন*

আজ দু’দিনের সফরে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সন্ধ্যায় দিল্লিতে পৌঁছবেন তিনি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে।মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। পুতিনের সফরের সব খবরের নজর থাকবে।

*SIR সংক্রান্ত মামলার শুনানি*

আজ ফের SIR সংক্রান্ত মামলা শুনানি হবে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলার শুনানি হবে। শুনানিতে কী হয়, সেদিকে নজর থাকবে।

*সংসদের শীতকালীন অধিবেশন*

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের চতুর্থ দিন। SIR, দিল্লি বিস্ফোরণ সহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা চেয়ে সংসদে সরব হয়েছেন বিরোধীরা।‌ দফায় দফায় মুলতুবি হয়েছে উভয় কক্ষের অধিবেশন।

*সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল*

সুপার কাপের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, বিপক্ষে পঞ্জাব। ম্যাচ শুরু বিকেল ৪টে থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen