পুতিনের ভারত সফর: কী কী চুক্তি হতে পারে নয়া দিল্লি ও মস্কোর?

December 4, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: আজ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর ভারত সফরে রাশিয়া থেকে আরও S-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে খবর। তার চেয়েও আধুনিক S-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেমও কেনা হবে। সেই চুক্তি নিয়েও আলোচনা হবে। বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট সুখোই-৫৭ ক্রয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে। রাশিয়া এয়ার ডিফেন্স সিস্টেম ও সুখোই বিক্রির পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনের চুক্তিতেও সবুজ সংকেত মিলতে পারে। ভারতের তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, হিন্দুস্তান এরোনটিক্স, ভারত ইলেকট্রনিক্স এবং ভারত ডায়নামিক্সে বেছে নেওয়া হতে পারে। চুক্তির অন্যতম শর্ত হিসাবে, ভারতেই এই সামরিক অস্ত্রের বড় অংশের সংযুক্তিকরণ হবে। অর্থাৎ দু‌ই সামরিক উপকরণের রক্ষণাবেক্ষণ বা ডেলিভারির জন্য পর মুখাপেক্ষি হতে হবে না।

রাশিয়ার সঙ্গে বাণিজ্য বা সামরিক মিত্রতা রয়েছে যে রাষ্ট্রগুলি, তাদের উপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। আগস্ট মাস থেকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প আজও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করেননি। শুল্কও কমাননি। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্টকেই ডেকে আনল ভারত।

উল্লেখ্য, মঙ্গলবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ অর্থাৎ ডুমায় ভারত ও রাশিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি অনুমোদিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মস্কোয় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, এবার থেকে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া বা কোনও প্রাকৃতিক বিপর্যয় অথবা কোনও উদ্বার অভিযানে যুদ্ধজাহাজ থেকে যুদ্ধবিমান সবই পরস্পরের সঙ্গে একযোগে কাজ করবে।

পুতিন ও মোদীর বৈঠকের পর আগামীকাল দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে যৌথ বিবৃতি প্রকাশিত হবে। সামরিক চুক্তি, পরমাণু রিঅ্যাকটর প্রদানের সমঝোতা, সুখো‌ই, এয়ার ডিফেন্স সিস্টেম ইত্যাদি নিয়ে চুক্তি হতে পারে। ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম ভারতে আসছেন পুতিন। যা ট্রাম্পের জন্য বড় বার্তা নয়া দিল্লির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen