মাত্র কুড়ি দিনেই লক্ষ পার, ‘স্বাস্থ্যবন্ধু’র জয়যাত্রায় উচ্ছ্বসিত মমতা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: মাত্র ২০ দিনেই এক লক্ষ পার! নজির গড়ল রাজ্য সরকারের আরও এক প্রকল্প। গত ১১ নভেম্বর রাজ্যে ‘স্বাস্থ্যবন্ধু’ (Swasthya Bandhu) প্রকল্প শুরু হয়েছিল। মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটের অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার সমাজ মাধ্যমে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, মাত্র ২০ দিনে ক্যাম্পে আসা মানুষের সংখ্যা এক লক্ষ পার হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, ১১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটকে জনসেবায় যুক্ত করা হয়েছে। আরও ১০০টি ইউনিট শীঘ্রই এই পরিষেবায় সামিল হবে। একে সরকারের আর একটি জনকল্যাণমূলক উদ্যোগ বলে উল্লেখ করে মমতা আরও জানান, এখন পর্যন্ত ১০২৭টি শিবির আয়োজন করা হয়েছে। শিবিরগুলিতে আসা মানুষের মধ্যে অধিকাংশই মহিলা এবং বয়স্ক বলে জানান মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, “শিবিরগুলিতে শত শত অভাবী মানুষ বিনামূল্যে ল্যাব পরীক্ষা, ইসিজি এবং ইউএসজি-সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য আসছেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের সেবা প্রদানের জন্য এই উদ্যোগ।”
সাফ কথায়, এক একটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট, যেন একটি অত্যাধুনিক হাসপাতালের ক্ষুদ্র সংস্করণ। হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, কোলেস্টেরল, কিডনি, লিভার ফাংশন, ইউরিক অ্যাসিড, ইসিজি, চেস্ট এক্সরে-সহ ৩৫ ধরনের টেস্ট করার ব্যবস্থা রয়েছে এগুলিতে। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। ইসিজি মেশিন, নেবুলাইজার, আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও থাকছে। প্রশিক্ষিত নার্স, বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত রোগ নির্ণয়ন করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করছেন। জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটের মাধ্যমে আম জনতা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। কষ্ট করে হাসপাতালে যেতে হচ্ছে না। ‘স্বাস্থ্যবন্ধু’ শিবিরগুলিতে দিন দিন ভিড় বাড়ছে।