বাংলার বকেয়ার দাবিতে বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল তৃণমূল সাংসদদের

December 4, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৫: বুধবারের পর বৃহস্পতিতেও সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূলের সাংসদেরা।

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আজ অধিবেশনের চতুর্থ দিন। প্রথম দিন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরা। অভিযোগ, একশো দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। মোদী সরকারের এই বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।

ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব, জুন মালিয়া, বাপি হালদার, জগদীশচন্দ্র বাসুনিয়া সহ অন্যান্য সাংসদরা। তারপর তাঁরা সংসদ চত্বরে প্রবেশ করেন।

মঙ্গলবার রাজ্যের ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জিএসটি বাবদ রাজ্যের টাকাও নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। রাজ্যের প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রয়েছে।” কোন কোন খাতে রাজ্যের টাকা আটকে রাখা হয়েছে তারও বিস্তারিত হিসাব দেন মুখ্যমন্ত্রী। তারপর বুধবার সংসদ চত্বরে আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। অধিবেশনেও বাকেয়ার দাবিতে সরব হন তৃণমূল সাংসদরা। আজ বৃহস্পতিবারেও একই কৌশল বজায় রাখল তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen