সত্যের সন্ধানে ফের মিতিন মাসি, বড়দিনে বড় চমক অরিন্দম শীলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৫: বড়দিনের উৎসবকে আরও টানটান উত্তেজনায় ভরিয়ে দিতে আসছে ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘মিতিন একটি খুনির সন্ধানে’। অরিন্দম শীলের পরিচালনায় তৈরি এই ছবিতে পাওয়া যাবে আরও গভীর রহস্য, আরও জটিল অনুসন্ধান এবং এক ভিন্ন স্বাদের মানবিক টানাপোড়েন।
নতুন গল্পের সূচনা হয় এক সাধারণ ঘটনা থেকে—একজন উদ্বিগ্ন স্ত্রী তার নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে হাজির হন মিতিনের কাছে। প্রথমে বিষয়টি নিছক একটি নিখোঁজ হওয়ার তদন্ত হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু মিতিনের অনুসন্ধান যত এগোতে থাকে, ততই স্পষ্ট হয়—এটি কোনও সাধারণ হারিয়ে যাওয়ার ঘটনা নয়। সূত্র জোড়া লাগতে শুরু করলে সামনে আসে এক অন্ধকার সত্য, আর তদন্ত মোড় নেয় এক ভয়ংকর খুনের রহস্যের দিকে।
মিতিনের তীক্ষ্ণ পর্যবেক্ষণশক্তি, যুক্তিবোধ এবং সাহসিকতা আবারও দর্শকদের গা ছমছম করা তদন্তযাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। অরিন্দম শীল জানিয়েছেন, এই ছবিতে রহস্যের পাশাপাশি মানবসম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনও বিশেষভাবে ফুটে উঠবে। গল্পের প্রতিটি মোচড় দর্শককে ধরে রাখবে শেষ মুহূর্ত পর্যন্ত।
বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে রহস্যঘেরা সিনেমা দেখার মজা আলাদা। তাই ‘মিতিন একটি খুনির সন্ধানে’ ঘিরে প্রত্যাশাও তুঙ্গে। এখন দেখার পালা— আবারও গোয়েন্দা মিতিন মাসি দর্শকদের মন জয় করে নিতে পারে কি না।