দাপুটে জয়! পাঞ্জাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল

December 4, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১৫:

ইস্টবেঙ্গল: ৩ (রশিদ, সিবলি, ক্রেসপো)
পাঞ্জাব এফসি: ১ (রামিরেজ)

এক মাসেরও বেশি সময় পর দুরন্ত ফুটবল উপহার ইস্টবেঙ্গলের (East Bengal)। বৃহস্পতিবার গোয়াতে সুপার কাপের ম্যাচে পাঞ্জাব এফসিকে ৩-১ গোলে হারিয়ে অস্কার ব্রুজোর ছেলেরা দেখিয়ে দিল, বিরতি তাদের ছন্দ নষ্ট করতে পারেনি, বরং আরও পরিণত করেছে।

ম্যাচের একেবারে শুরু থেকেই ইস্টবেঙ্গলের ছিল একচ্ছত্র দাপট। পাঞ্জাব এফসি (Punjab FC) যে ব্রুজোর দলের ধারেকাছেও আসে না, রশিদ-সিবলিরা প্রথম মিনিট থেকেই সে ইঙ্গিত দিয়েছিলেন। মাত্র ১২ মিনিটেই আসে প্রথম গোল। কর্নার থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার শটে গোল করেন রশিদ। পাঞ্জাবের গোলরক্ষকের ভুলও সেখানে ভূমিকা রাখে।

তবে ৩৩ মিনিটে হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে সমতা ফেরায় পাঞ্জাব। ইস্টবেঙ্গলের বিপিন সিং বক্সে হাত লাগাতেই স্পট-কিক পান রামিরেজ এবং নির্ভুল শটে ম্যাচে ফেরেন তিনি। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও কর্নার থেকে গোল করে লিড ফিরে পায় ইস্টবেঙ্গল। এ বার ভুল করেন পাঞ্জাবের গোলকিপার, সুযোগ লুফে নেন কেভিন সিবলি-তাঁর হেডেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধেও একই ছবি-ইস্টবেঙ্গলের দাপট, পাঞ্জাবের চেষ্টা ব্যর্থ। রামিরেজরা যতই চেষ্টা করেছেন, লাল-হলুদ রক্ষণে তেমন চাপ তৈরি করতে পারেননি। বরং ৭১ মিনিটে অধিনায়ক ক্রেসপোর গোল ম্যাচের দিক একেবারে ইস্টবেঙ্গলের দিকে ঘুরিয়ে দেয়। ওই গোলের পর আর কোনও সময়ই মনে হয়নি পাঞ্জাব ফিরে আসতে পারে।

তবে এই জয়ের মাঝেও ছোট্ট দুশ্চিন্তা ব্রুজোর লালকার্ড। দ্বিতীয় গোলের পর বাড়তি উদ্‌যাপনের কারণে রেফারি তাঁকে মাঠছাড়া করেন। ফলে ফাইনালে ডাগআউটে থাকতে পারবেন না ইস্টবেঙ্গল কোচ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen