দিতিপ্রিয়া ছাড়লেও স্থির ‘চিরদিনই তুমি যে আমার’, টিআরপিতে কে কোথায়!

December 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: টলিপাড়ার দর্শক যেন পুরো সপ্তাহ ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলেন। দিতিপ্রিয়া রায় বিদায় নেওয়ার পর থেকেই উঠেছিল বড় প্রশ্ন—‘চিরদিনই তুমি যে আমার’ কি ছন্দ হারাবে? কিন্তু টিআরপি বেরোতেই সব সন্দেহ উড়ে গেল। ধারাবাহিকটি আগের মতোই অটল—রেটিং ৬.০, জায়গা পঞ্চম। স্লট লিডার হিসেবে সমান তালে তার পাশেই ‘চিরসখা’—নতুন কাকুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের নাটকীয় মোড় যেন দর্শকদের আরও টেনে রেখেছে পর্দার সামনে।

এদিকে সদ্য শুরু হওয়া ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’-র তৃতীয় সপ্তাহের ফলাফলও চোখে পড়ার মতো। স্বস্তিকা দত্তের কামব্যাক-মেগা দ্বিতীয় স্থানেই স্থির, রেটিং ৬.৯। তার ঠিক পিছনেই ‘পরিণীতা’, ৬.৫ নম্বর নিয়ে। ব্যবধান কম হলেও প্রতিযোগিতা যে জমাট, তা স্পষ্ট।

প্রথম স্থানের ক্ষেত্রে কোন চমক নেই—দর্শকের ভবিষ্যদ্বাণী মতোই ফের শীর্ষে ‘পরশুরাম’। তৃণা সাহা–ইন্দ্রজিৎ বসু অভিনীত সিরিয়ালটি ৭.০ রেটিং পেয়ে নিজের স্লট ফের দখলে রেখেছে।

এই সপ্তাহের টিআরপির শীর্ষ দশ:
১) পরশুরাম — ৭.০
২) প্রফেসর বিদ্যা ব্যানার্জী—৬.৯
৩) পরিণীতা — ৬.৫
৪) রাঙামতি তীরন্দাজ — ৬.২
৫) চিরদিনই তুমি যে আমার/ চিরসখা — ৬.০
৬) জগদ্ধাত্রী — ৫.৯
৭) ফুলকি / আমাদের দাদামণি /জোয়ার ভাঁটা — ৫.৭
৮) লক্ষ্মী ঝাঁপি /ও মোর দরদিয়া — ৫.৫
৯) কম্পাস — ৫.১
১০) তুই আমার হিরো — ৫.০

তবে সবচেয়ে উদ্বেগের খবর এসেছে ‘জগদ্ধাত্রী’-র জন্য। স্লট বদলের গুঞ্জনে নম্বর কমে দাঁড়িয়েছে ৫.৯-এ, যদিও এখনও নিজের জায়গা রক্ষা করতে পেরেছে। সপ্তম স্থানে জমজমাট লড়াই—‘ফুলকি’, ‘আমাদের দাদামণি’ ও ‘জোয়ার ভাঁটা’ একই নম্বরে কাঁধ মিলিয়েছে। অষ্টম স্থানেও একই ছবি—‘লক্ষ্মী ঝাঁপি’ আর ‘ও মোর দরদিয়া’-র যৌথ অবস্থান।

সবচেয়ে বড় পতন ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’-র। স্লট বদলের পর রেটিং নেমে ঠেকেছে ১.৯-এ—‘দিদি নম্বর ১’-এর জায়গা তারা আবারও ছাড়াতে পারল না। শীর্ষ দশে না থাকলেও ‘কনে দেখা আলো’ পেয়েছে ৪.৮, আর ‘আনন্দী’ বেশ পিছনেই—মাত্র ২.৮।

নন-ফিকশন দুনিয়াতেও খুব স্বস্তি নেই। নতুন সিজনের ‘সারেগামাপা’ তুলেছে ৪.৫—উর্ধ্বমুখী হলেও গতি ধীর, দর্শক এখনও পুরোপুরি জুড়ে বসেননি।

শেষ পর্যন্ত স্পষ্ট—কেউ টিআরপির দৌড়ে দাপট দেখাচ্ছে, কেউ আবার টলমল। এখন তাকানো আগামী সপ্তাহের দিকে—কার ভাগ্য উল্টে যাবে, আর কে উঠে আসবে নতুন চমক নিয়ে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen