SIR in Bengal: কমিশনের তথ্যে ‘ভূতুড়ে’ চমক! ‘মৃত্যুহীন-স্থানান্তরহীন’ বুথ ২২০৮ থেকে কমে দাঁড়াল মাত্র ৭-এ

December 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৭: মাত্র কয়েক দিনের ব্যবধানেই তথ্যে আমূল পরিবর্তন! রাজ্যে এমন বুথের সংখ্যা যেখানে গত এক বছরে কোনও ভোটার মারা যাননি, নিখোঁজ হননি বা অন্যত্র স্থানান্তরিত হননি, সেই সংখ্যা ২২০৮ থেকে কমে দাঁড়াল মাত্র সাতে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (Election Commission) তরফে এই চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। কমিশনের এই বারবার তথ্য বদল ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে বর্তমানে মাত্র সাতটি এমন বুথ রয়েছে, যেখানে গত এক বছরে ভোটারের মৃত্যু বা স্থানান্তরের ঘটনা ঘটেনি।

জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে:
* মালদহ: ২টি বুথ।
* জলপাইগুড়ি: ১টি বুথ।
* দক্ষিণ ২৪ পরগনা: ১টি বুথ।
* হাওড়া: ১টি বুথ।
* পশ্চিম মেদিনীপুর: ১টি বুথ।
* পুরুলিয়া: ১টি বুথ।

কমিশনের তথ্যের এই বিশাল ফারাক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। উল্লেখ্য, গত সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছিল, রাজ্যে এমন ‘মৃত্যুহীন’ বা ‘স্থানান্তরহীন’ বুথের সংখ্যা ২২০৮টি। পাশাপাশি প্রায় ৫,৮০০ বুথে ১ থেকে ১০টি ‘আনকালেক্টেবল’ (Uncollectible) ফর্ম রয়েছে বলেও জানানো হয়। তখনই কমিশনের আধিকারিকরা বিষয়টিকে ‘সন্দেহজনক’ বলে আখ্যা দিয়েছিলেন।

কিন্তু এরপরই নাটকীয়ভাবে কমতে থাকে সংখ্যা। মঙ্গলবার প্রথমে জানানো হয় এমন বুথের সংখ্যা ৪৮০, পরে তা নেমে আসে ২৯-এ। অবশেষে বৃহস্পতিবার কমিশন নিশ্চিত করে জানায়, সংখ্যাটি মাত্র ৭।

পরিসংখ্যান সংশোধনের পাশাপাশি কমিশন কিছু প্রশাসনিক নির্দেশিকাও জারি করেছে। জানানো হয়েছে, সমস্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজড (Enumeration form digitized) করার পর বুথ লেভেল অফিসারদের (BLO) একটি মুচলেখা দিতে হবে, যাতে সব রাজনৈতিক দলের এজেন্টদের (BLA) স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এছাড়া, বিএলও-দের কাজের প্রশংসা করে সিইও দপ্তর থেকে একটি মুখবন্ধ খামে তাঁদের ‘কুর্নিশ’ জানানো বার্তা পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যের এই বারবার বদল নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে কমিশনের নিরপেক্ষতা এবং বিজেপির প্রতি কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen