Kolkata Metro: রবিবার সময়সূচিতে পরিবর্তন, জানুন প্রথম ও শেষ মেট্রোর সময়

December 4, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০৫: পরীক্ষার দিন এই রুটে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক মেট্রো চলবে। সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চললেও, ৭ ডিসেম্বর মোট ১৩৬টি (৬৮ আপ ও ৬৮ ডাউন) মেট্রো চালানো হবে।

* দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ৪ মিনিটে।
* সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত উভয় দিকেই ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এরপর স্বাভাবিক রবিবারের সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে।
* রাতের শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হয়নি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেন রাত সাড়ে ৯টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন রাত ৯টা ৩৩ মিনিটে ছাড়বে। দমদম পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে।

গ্রিন লাইনের (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) সময়সূচি:

গঙ্গার তলা দিয়ে যাতায়াতকারী এই রুটেও রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে পরিষেবা মিলবে। এই রুটে ওইদিন মোট ১১০টি (৫৫ আপ ও ৫৫ ডাউন) মেট্রো চলবে।

* হাওড়া ময়দান এবং সেক্টর ফাইভ- দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়।
* এই রুটেও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর ট্রেনের সুবিধা মিলবে।
* শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে রাত ৯টা ৪৭ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, সাপ্তাহিক ছুটির নিয়ম মেনে রবিবার পার্পল লাইন (জোকা-মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (নিউ গড়িয়া-রুবি) কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen