SIR-এর চাপে বিপত্তি, হাওড়ায় গুরুতর অসুস্থ আরও এক BLO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: রাজ্যে ফের নির্বাচনী কাজের চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক BLO (বুথ লেভেল অফিসার)। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। অসুস্থ শিক্ষকের নাম ওয়াসিম পারভেজ। বর্তমানে তিনি বাঁকড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, ওয়াসিম পারভেজ পেশায় শিক্ষক। তিনি বাঁকড়া ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তাঁর আদি বাড়ি নদীয়ার কৃষ্ণনগরের ধুবুলিয়ায়। কর্মসূত্রে তিনি হাওড়ায় একটি ভাড়া বাড়িতে একাই থাকেন। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে বাড়িতে বসে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের ডেটা এন্ট্রির কাজ করছিলেন তিনি। কাজের মাঝেই আচমকা মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রবল মানসিক চাপের মধ্যে ছিলেন ওই শিক্ষক। জানা গেছে, তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। অথচ কাজের চাপে তিনি স্ত্রীর পাশে থাকতে পারছেন না, এমনকি নিজের শরীরের দিকেও নজর দিতে পারছিলেন না। অসুস্থ শরীর নিয়েই তিনি বিএলও-র দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।
হাসপাতালের বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়েন ওয়াসিম। তিনি জানান যে, একমাস ধরে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এই চাপ তিনি আর নিতে পারছেন না, এমনকি তাঁর আত্মহত্যা করার মতো অবস্থা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজের সময়সীমা ও চাপ নিয়ে বিএলও-দের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। এর আগেও কাজের চাপে একাধিক শিক্ষকের অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে।