ফের কমে গেল রেপো রেট, কী সুবিধা পাবে আমজনতা?

December 5, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৪: ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমালো RBI। শুক্রবার, ৫ ডিসেম্বর নতুন রেপো রেট ঘোষণা করেন RBI-র গভর্নর সঞ্জয় মলহোত্র। ৫.৫ শতাংশ থেকে সূচক নেমে এল ৫.২৫ শতাংশে। রেপো রেট কমানোর জেরে বাড়ি এবং গাড়ির ঋণে মাসিক কিস্তি কমতে পারে।

মুদ্রানীতি কমিটির বৈঠকের পর রেপো রেট কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন সুদের হার ঘোষণা করেন গভর্নর। চলতি বছরে চতুর্থবারের জন্য কমল রেপো রেট। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি, এপ্রিলে ২৫ করে এবং জুনে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। ২০২৫ সালে মোট ১২৫ বেসিস পয়েন্ট কমল রেপো রেট।

উল্লেখ্য, আরবিআই যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। এই হার কমলে বহিরাগত ঋণে সুদের হার কমে। ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া আমজনতা স্বস্তি পাবে। তাদের মাসিক কিস্তির অঙ্ক কমবে। গাড়ি ও বাড়ির ঋণে হ্রাস পেতে পারে সুদের হার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen