ওয়াশিংটনে আজ বিশ্বকাপ ড্র—কোন গ্রুপে পড়বে ব্রাজিল-আর্জেন্টিনা, কোথায় দেখবেন এই অনুষ্ঠান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৭: আজ শুক্রবার ওয়াশিংটনে হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর অফিসিয়াল ড্র, যেটি ঘিরে ইতিমধ্যেই ফুটবল দুনিয়ায় উত্তেজনা তুঙ্গে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এবারের আসর, আর এ বারই প্রথম বিশ্বকাপ হতে চলেছে ৪৮ দলের।
বড় আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকবেন আমেরিকার দুই কিংবদন্তি খেলোয়াড়—এনবিএ সুপারস্টার শাকিল ও’নিল এবং এনএফএল লেজেন্ড টম ব্র্যাডি।
*কবে, কোথায় ড্র?*
ড্র অনুষ্ঠিত হবে *৫ ডিসেম্বর, শুক্রবার*, দুপুর *১২টা ET*(ভারতীয় সময় রাত *১০:৩০*)–এ। স্থান: *কেনেডি সেন্টার, ওয়াশিংটন ডিসি*।
*কিভাবে ভাগ করা হয়েছে দলগুলোকে?*
ফিফা Ranking-এর ভিত্তিতে ৪৮ দলকে ৪টি পটে ভাগ করা হয়েছে।
* *পট–১:* আয়োজক তিন দেশসহ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, জার্মানি প্রমুখ
* *পট–২:* ক্রোয়েশিয়া, মরক্কো, জাপান, উরুগুয়ে
* *পট–৩:* নরওয়ে, মিশর, আলজেরিয়া, কাতার
* *পট–৪:* ঘানা, নিউজিল্যান্ড, প্লে-অফ বিজয়ীরা
*ড্র-র নিয়ম কী?*
১২টি গ্রুপ হবে, প্রতিটিতে ৪টি করে দল।
একই মহাদেশের দুই দল একই গ্রুপে পড়বে না (ইউরোপ ছাড়া)।
মোট ১৬টি ইউরোপিয়ান দল থাকায় ৪টি গ্রুপে দুইটি করে ইউরোপীয় দল থাকবেই।
শীর্ষ চার দেশ—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড কে রাখা হবে আলাদা নকআউট পথের জন্য ভিন্ন ভিন্ন সেকশনে।
*কোথায় দেখা যাবে?*
ভারতে লাইভ দেখা যাবে FIFA.com এবং *FIFA-র ইউটিউব চ্যানেলে*।