বেঙ্গালুরুর ইভেন্টে ‘মধ্যমা’ দেখিয়ে বিতর্কে শাহরুখ পুত্র, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে আরিয়ান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তাঁর একটি ভাইরাল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর বেঙ্গালুরুর এক লাক্সারি পাব-এ, যেখানে নিজের ব্র্যান্ড ‘D’Yavol After Dark’-এর প্রোমোশন করতে গিয়েছিলেন আরিয়ান। বাইরে ভিড় জমিয়েছিল অসংখ্য অনুরাগী। সবার হাতে মোবাইল, সামনে ক্যামেরার ফ্ল্যাশ—এই পরিবেশেই ধরা পড়ে বিতর্কিত মুহূর্তটি।
ভিডিওতে দেখা যায়, প্রথমে ভক্তদের উদ্দেশে হাত তুলে হাসিমুখে সাড়া দেন আরিয়ান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎই তিনি ক্যামেরা ও জনতার দিকে মধ্যমা দেখান। তাঁর পাশে থাকা বন্ধু—কন্নড় অভিনেতা জায়েদ খান ও মহম্মদ নালাপাদকে তখন হাসতে দেখা যায়। মুহূর্তেই ক্লিপটি ছড়িয়ে পড়ে X, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এবং কয়েক মিলিয়ন ভিউ পেয়ে যায়।
Actor #ShahRukhKhan’s son #AryanKhan recently visited #Bengaluru. He had come to the city for a private event but ended up causing controversy.
Fans had gathered at a pub to see him, and during this time, he showed his middle finger in public.
A video of the incident has gone… pic.twitter.com/HfRIgrLapK
— Hate Detector 🔍 (@HateDetectors) December 4, 2025
অনেকে এই আচরণকে মজার ছলে করা বলে দাবি করলেও, নেটিজেনদের বড় অংশ এটিকে অহংকারী, অশোভন এবং ভক্তদের প্রতি অসম্মানজনক বলেই মনে করছেন। অনেকে আবার বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অভিযোগ, তিনি সাধারণ মানুষ হলে পুলিশ এত দেরি করত না। যদিও পুলিশ জানিয়েছে—ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে।
আরিয়ান আগেও সংবাদমাধ্যমের নজরে ছিলেন—বিশেষত ২০২১ সালের ড্রাগ মামলার পর। এবার নতুন করে এই ভিডিও তাঁকে বিতর্কের আলোয় নিয়ে এসেছে। এখন দেখার, তিনি বা তাঁর টিম কোনও প্রতিক্রিয়া জানায় কি না, নাকি আগের মতোই সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক থেমে যাবে।