বারুইপুরে চাঞ্চল্য, এনুমারেশন ফর্ম জেরক্স করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ের!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮.০৮: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এনুমারেশন ফর্ম (Enumeration form) জেরক্স করতে গিয়ে আচমকা মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার সকালে বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা প্রদীপকুমার দাস (Pradip Kumar Das) এনুমারেশন ফর্ম পূরণের পর সেটি জেরক্স (Xerox) করতে স্থানীয় একটি দোকানে যান। দোকানে ভিড় থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাঁকে। হঠাৎই লাইনে দাঁড়ানো অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
অচৈতন্য অবস্থায় স্থানীয়রা জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও ফল হয়নি। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রদীপবাবুকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।