কাজের চাপে হৃদরোগে আক্রান্ত? হাসপাতালে ভর্তি ডেবরার BLO
![]()
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.৫০: ভোটার তালিকার কাজ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক বিএলও (BLO)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, অসুস্থ ওই সরকারি কর্মীর নাম অরূপকুমার মাইতি। ৫৮ বছর বয়সী অরূপবাবু পেশায় সরকারি কর্মী এবং বিএলও-র দায়িত্ব সামলাচ্ছিলেন। পরিবার সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল ব্যস্ত ছিলেন তিনি। এরই মধ্যে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
অরূপবাবুর পরিবারের সদস্যদের দাবি, বিএলও-র দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে অত্যধিক মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যেতে হচ্ছিল। তাঁদের অভিযোগ, প্রশাসনের দেওয়া ‘কাজের চাপ’ সহ্য করতে না পেরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের এই দাবিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।