এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন: কমিশনের রিপোর্টে রাজ্যের হাল-হকিকত

December 5, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯.০০: বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে প্রায় ৯২ শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। ডিজিটাইজ করা বাকি আর প্রায় সাড়ে ৪৯ লক্ষ ফর্ম। রিপোর্ট দিয়ে এ কথা জানাল নির্বাচন কমিশন (Election Commission)। এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেখানকার অধিকাংশ বিধানসভা কেন্দ্রে ৯৫-৯৭ শতাংশ ফর্ম ডিজিটাইজ করা গিয়েছে। ডিজিটাইজেশনে সবচেয়ে পিছিয়ে কলকাতার অধিকাংশ বিধানসভা কেন্দ্রই।

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজে জেলাগুলি টেক্কা দিল কলকাতাকে (Kolkata)। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (Election Commission) যে Report card প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে কাজের গতিতে রাজ্যের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলি। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে খোদ কলকাতা।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত রাজ্যে প্রায় ৯২ শতাংশ (৯১.৭৫ শতাংশ) এনুমারেশন ফর্ম ডিজিটাইজ (Digitize the enumeration form) করার কাজ শেষ হয়েছে। রাজ্যে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৩ লক্ষ ১৪ হাজার ৮২৪ জনের ফর্ম ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। বাকি রয়েছে প্রায় সাড়ে ৪৯ লক্ষ ফর্ম (৬.৪৬ শতাংশ)।

পরিসংখ্যান বলছে, ফর্ম ডিজিটাইজেশনের কাজে সবচেয়ে ভালো ফল করেছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলা। এই পাঁচ জেলাতেই কাজের হার ৯৫ শতাংশের বেশি। বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে বাঁকুড়ার কোতুলপুর (৯৭.৭৯ শতাংশ) এবং ইন্দাস (৯৭.১৩ শতাংশ)।

তাৎপর্যপূর্ণভাবে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও (পূর্ব মেদিনীপুর) কাজের গতি অত্যন্ত সন্তোষজনক। সেখানে এখনও পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কাজের হার বেশ ভালো।

জেলাগুলি যখন দ্রুতগতিতে কাজ সারছে, তখন ফর্ম ডিজিটাইজেশনে সবচেয়ে পিছিয়ে পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা, হাওড়া শহর এবং উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশ। কমিশনের রিপোর্ট বলছে, রাজ্যের যে ১০টি কেন্দ্রে সবচেয়ে কম কাজ হয়েছে, তার মধ্যে ৮টিই কলকাতার।

এই তালিকায় নাম রয়েছে ভবানীপুরেরও। এই বিধানসভা কেন্দ্রে মাত্র ৭৬.৩৬ শতাংশ ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। পিছিয়ে থাকা কেন্দ্রের তালিকায় রয়েছে ‘কলকাতা বন্দর’-ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen