FIFA World Cup 2026 draw: সহজ গ্রুপে আর্জেন্টিনা-পর্তুগাল, প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনাল্ডো!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ২০২৬ বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ফুটবল মহলে একটাই প্রশ্ন—শেষবার কি দেখা যাবে মেসি বনাম রোনাল্ডো মহারণ? গতকালের ড্রয়ের পর সেই সম্ভাবনা আরও বাস্তব। কারণ গ্রুপ স্টেজে তুলনামূলক সহজ গ্রুপে দুই শক্তিশালী দল আর্জেন্টিনা এবং পর্তুগাল।
আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে–তে, যেখানে প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। কাগজে কলমে গ্রুপটা খুব একটা কঠিন নয়। অন্যদিকে, গ্রুপ *কে*–তে পর্তুগাল খেলবে শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে। পাশাপাশি উজবেকিস্তানও প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামবে, আর বাকি একটি দল আসবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে।
ইতিহাস বলছে, মোট ৭ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল। সেখানে ৪ বার জয় পর্তুগালের, ১ বার আর্জেন্টিনার, আর ২ ম্যাচ ড্র। কিন্তু আশ্চর্যের বিষয়—বিশ্বকাপের মঞ্চে কখনও হয়নি মেসি-রোনাল্ডোর মুখোমুখি লড়াই।
আর এবার সম্ভাবনা সবচেয়ে বেশি কোয়ার্টার ফাইনালে। তবে তার জন্য প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ৩২, তারপর রাউন্ড অফ ১৬–তে জিততে হবে দুই দলকেই। ৪৮ দলের নতুন ফরম্যাটে এই অতিরিক্ত রাউন্ড অনেক হিসাব বদলে দিয়েছে, তবে শুরুতে সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ করেছে।
রোনাল্ডো ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন—এটাই তাঁর শেষ বিশ্বকাপ। মেসি এখনো সিদ্ধান্তে ধোঁয়াশা রাখলেও, তাঁদের সম্ভাব্য শেষ লড়াই দেখতে পুরো ফুটবল দুনিয়া তাকিয়ে।
শেষ পর্যন্ত সেটা ঘটে কি না—সেটাই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় উত্তেজনা। আর যদি হয়—তাহলে সেটাই হবে ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়।
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোন গ্রুপে কোন দেশ দেখেনিন এক নজরে
গ্রুপ ‘এ’
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, প্লে-অফ ‘ডি’ জয়ী
গ্রুপ ‘বি’
কানাডা, প্লে-অফ ‘বি’ জয়ী, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ ‘সি’
ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ‘ডি’
আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, প্লে-অফ ‘সি’ জয়ী
গ্রুপ ‘ই’
জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’
নেদারল্যান্ডস, জাপান, প্লে-অফ ‘বি’ জয়ী, তিউনিশিয়া
গ্রুপ ‘জি’
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ ‘এইচ’
স্পেন, কাবো ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ ‘আই’
ফ্রান্স, সেনেগাল, প্লে-অফ ২ জয়ী, নরওয়ে
গ্রুপ ‘জে’
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন
গ্রুপ ‘কে’
পর্তুগাল, প্লে-অফ ১ জয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ ‘এল’
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা