বড় দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, এখন কেমন আছেন ‘একেন বাবু’?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩৪: এমন এক সকাল, যা কোনও ভাবেই ভালোভাবে শুরু হয়নি অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর। শনিবার সকালে রাসবিহারীর পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সূত্রের খবর, চারুমার্কেট থেকে এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অভিনেতা, সেই সময় হঠাৎই একটি ভলভো বাস সজোরে ধাক্কা মারে তাঁর গাড়িতে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, জানলার কাচও ভেঙে পড়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েন ‘একেন বাবু’র অনুরাগীরা।
তবে স্বস্তির খবর, বড় কোনও আঘাত পাননি অনির্বাণ। তিনি জানান, চালক ঠিক সময়ে ব্রেক না কষলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। হঠাৎ সামনে অন্য একটি গাড়ি চলে আসায় পাশ কাটাতে গিয়েই দুর্ঘটনা ঘটে বলে দাবি অভিনেতার। তিনি ইতিমধ্যেই চারুমার্কেট ও টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতাও পাচ্ছেন বলে জানিয়েছেন।
ঘটনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন অভিনেতা। একেন বাবুর ভক্তরা এখন শুধু চান—অনির্বাণ দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুন।