Mbappé vs Haaland: গ্রুপ স্টেজেই ব্লকবাস্টার ম্যাচ! সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনা-পর্তুগাল, কঠিন পরীক্ষার মুখে ব্রাজিল ও ফ্রান্স!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। মাত্র ১৮৮ দিন পর ১১ জুন পর্দা উঠবে বিশ্বের সব থেকে বড় ফুটবল প্রতিযোগিতার। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের। আর সেই প্রতীক্ষার মাঝে ওয়াশিংটন ডিসির ঝলমলে অনুষ্ঠানে ঘোষণা হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ ড্র। ঠান্ডা হাওয়া উপেক্ষা করে জন এফ কেনেডি সেন্টারে হাজির ছিলেন সাংবাদিক, তারকা ও অতিথিরা। মঞ্চে পরিবেশনা করেন অ্যান্ড্রেয়া বোচেল্লি, উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সঞ্চালনায় ছিলেন সুপারমডেল হাইডি ক্লুম ও কেভিন হার্ট। অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’ পরিবেশন করেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত— আন্তর্জাতিক শান্তি উদ্যোগের জন্য ডোনাল্ড ট্রাম্প পেলেন প্রথম ‘ফিফা পিস অ্যাওয়ার্ড’। এরপর ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ড্র সম্পন্ন করেন। বিশ্বকাপের ট্রফি নিয়ে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
প্রথমবার ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচ হবে। আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও আমেরিকা যথাক্রমে পড়েছে গ্রুপ A, B ও C-তে। উদ্বোধনী ম্যাচ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা— যা ফিরিয়ে আনছে ২০১০ সালের স্মৃতি। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন। ব্রাজিলের গ্রুপ অপেক্ষাকৃত কঠিন— প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি।
রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে পর্তুগালের সামনে রয়েছে শক্তিশালী কলম্বিয়া ও বিশ্বকাপে প্রথমবারের মতো থাকা উজবেকিস্তান। ফ্রান্স ও নরওয়ের ম্যাচ হতে চলছে গ্রুপ পর্বের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। যেখানে মুখোমুখি হবে বর্তমান সময়ের তুই মহাতারকা হাল্যান্ড ও এম্বাপে।