স্মৃতি বিয়ে ভাঙতেই, Move On করার বার্তা পলাশের

December 7, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: স্মৃতি মন্ধানা ও পালাশ মুচ্ছলের বিয়ে বাতিলের ঘটনা নিয়ে জল্পনা এখনো থামেনি। এ বার নীরবতা ভেঙে পালাশ নিজেই মুখ খুললেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বড় নোট শেয়ার করে তিনি জানিয়েছেন—এই কঠিন সময়ে তিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সামনে এগোতে চান।

পালাশ লিখেছেন, “আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত সম্পর্ক থেকে এক ধাপ পিছিয়ে আসছি। এ সময়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মানুষ যখন যাচাইবাছাই না করেই ভিত্তিহীন গুজব ছড়ায়, তা সত্যিই কষ্ট দেয়। আমরা সমাজ হিসেবে আশা করি—কাউকে বিচার করার আগে একটু থামব, ভাবব। কারণ, আমাদের কথায় এমনভাবে কেউ আহত হতে পারে, যা আমরা কল্পনাও করতে পারি না।”

তিনি আরও যোগ করেন, “এই পরিস্থিতিতে আমার দল কঠোর আইনি ব্যবস্থা নেবে সেই সব মানুষের বিরুদ্ধে যারা ভুয়ো খবর, অপবাদ বা মানহানিকর তথ্য ছড়াচ্ছে। যারা পাশে ছিলেন, সহানুভূতি দেখিয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”

প্রসঙ্গত, ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ের দিনই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। কয়েক ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হন পালাশও। তার পর থেকেই দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে সরে যান। এমনকি স্মৃতি তাঁর এনগেজমেন্টের ছবি ও ভাইরাল প্রপোজাল ভিডিওও মুছে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen