SIR in Bengal: বঙ্গে আরও পাঁচ স্পেশ্যাল রোল অবজার্ভার নিয়োগ কমিশনের

December 8, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৬: SIR-র কাজ চলছে বাংলা। ১১ তারিখ ফর্ম জমা দেওয়ার শেষ দিন। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা আগামী ১৬ তারিখ। এবার আরও পাঁচজন স্পেশ্যাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।
ভোটার তালিকার সংশোধন স্বচ্ছ ও নির্ভুল করতে আরও পাঁচ জন সিনিয়র আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ECI)।

সোমবার সকালে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোনও যোগ্য নাগরিক যাতে বাদ না পড়েন, কোনও অযোগ্য ব্যক্তি যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন। দাবি-আপত্তি পর্ব, নোটিশ নিষ্পত্তি থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত, প্রতিটি ধাপে কঠোর নজরদারি চালাবেন পাঁচ জন বিশেষ পর্যবেক্ষক। সংবিধানের ধারা ৩২৪(৬) অনুযায়ী এই কাজে নিযুক্ত করা হয়েছে তাঁদের। SIR চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবেন তাঁরা।

কারা এলেন দায়িত্বে?
প্রেসিডেন্সি ডিভিশন- কুমার রবিকান্ত সিং, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রক
মেদিনীপুর ডিভিশন- নিরাজ কুমার বানসোদ, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রক
মালদহ ডিভিশন- আলোক তিওয়ারি, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রক
জলপাইগুড়ি ডিভিশন- পঙ্কজ যাদব, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, গ্রামোন্নয়ন মন্ত্রক
বর্ধমান ডিভিশন- কৃষ্ণ কুমার নিরালা, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, তথ্য ও সম্প্রচার মন্ত্রক

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে (Subrata Gupta) আগেই স্পেশ্যাল রোল অবজার্ভার হিসাবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। এবার আরও পাঁচজনকে দায়িত্ব দেওয়া হল। বাংলার ৫টি ডিভিশনে আলাদা আলাদা করে পাঁচজনকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen