বাংলার ভোট আসন্ন বলেই বন্দে মাতরম নিয়ে আবেগী কেন্দ্র, সংসদে তোপ প্রিয়ঙ্কার

December 8, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৪৫: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনার আয়োজন করেছিল কেন্দ্র। কিন্তু সোমবার সেই আলোচনায় অংশ নিয়ে মোদী সরকারকে (Modi government) তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপির কাছে ভোট ছাড়া অন্য কিছুই গুরুত্ব পায় না। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (2026 WB Assembly election), আর সেই দিকে তাকিয়েই সংসদে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) নিয়ে আলোচনায় এত আগ্রহ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার।

সোমবার লোকসভায় (Lok Sabha) বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টাব্যাপী এক ম্যারাথন আলোচনার আয়োজন করা হয়। কিন্তু কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এই আলোচনার নেপথ্যে বিজেপির (BJP) রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছেন। প্রিয়ঙ্কার বক্তব্য, ‘‘বিজেপি ও সরকার দুটি অঙ্ক বিবেচনায় রেখে বন্দে মাতরম নিয়ে আলোচনায় আগ্রহী হয়েছে। প্রথম উদ্দেশ্য, স্বাধীনতার পক্ষের শক্তিকে হেয় করা। দ্বিতীয় উদ্দেশ্য, নিজেদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রমাণ করা।’’ বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস নেতারা বারবার দাবি করেন, স্বাধীনতা সংগ্রামে বিজেপি বা তাদের পূর্বসূরিদের কোনও অবদান নেই। তাই বন্দে মাতরম নিয়ে কথা বলার কোনও নৈতিক অধিকারও তাদের নেই।

প্রিয়ঙ্কা আরও বলেন, ‘‘আমরা (কংগ্রেস) ভোটে হেরে যেতে পারি, কিন্তু তারপরও আমরা শুধু নির্বাচন নিয়ে মেতে থাকি না। আমরা দেশের কথা ভেবে রাজনীতি করি। অন্যদিকে, বিজেপির ভাবনায় শুধু ভোট। পদ্ম শিবিরের নেতারা দেশের কথা ভাবেন না।’’ তাঁর দাবি, বাংলা ও বাঙালির আবেগের সঙ্গে বন্দে মাতরম ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই বিজেপি এখন এই গান নিয়ে আবেগী হয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen