ব্রিগেডে গীতাপাঠের আসরে আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ বিক্রেতাকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের

December 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৪: রবিবার ব্রিগেডে সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত গীতাপাঠের আসরে নিপীড়িত হলেন দরিদ্র এক খাবার বিক্রেতা। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, আমিষ খাবার বিক্রির ‘অপরাধে’ বিক্রেতাকে বেধড়ক মারধর করা হচ্ছে। কান ধরে ওঠবোস করানো হয়েছে। এমনকী টিনের বাক্স থেকে সমস্ত খাবার ফেলে দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নিন্দায় সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আম নাগরিকেরা।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চিকেন প্যাটিস ভর্তি টিনের বাক্স নিয়ে এক বিক্রেতা রবিবার ব্রিগেডে বিক্রি করছিলেন। তখন সঙ্ঘ ঘনিষ্ঠ সংগঠনের আয়োজনে গীতাপাঠের আসর প্রায় শেষের পথে। এমন সময়ে ওই চিকেন প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে মারধর করছেন কয়েকজন। তাঁদের কারও কপালে তিলক, কারও গলায় উত্তরীয়। বিক্রেতাকে কান ঘরে ওঠবোস করানোও হয়। তাঁর সমস্ত খাবার ফেলে দেওয়া হয়।

এই নিয়ে তৃণমূলের প্রশ্ন, বিক্রেতারা রোজ নিজেদের পণ্য নিয়ে বিক্রি করেন। যাদের প্যাটিস খাওয়ার নয়, তারা খাবেন না। কিন্তু বিক্রেতাকে মারবেন কেন? কর্মসংস্থান, আয়ের জায়গায় আঘাত। কেউ কিছু না-বুঝে হঠাৎ মারলেন কেন? শিক্ষিত বাঙালি সমাজ এই ঘটনায় ক্ষুব্ধ। তাঁরা ভিডিও শেয়ার করে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। সকলের একটা প্রশ্ন, ক্ষমতায় না আসতেই এই, ক্ষমতায় এলে না জানি কী হবে! উল্লেখ্য, বিজেপি নেতাদের উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে নিছক ধর্মীয় অনুষ্ঠানের পর্যায়ে আটকে ছিল না ব্রিগেডের গীতাপাঠের আসর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen