India vs South Africa: আজ কটকে প্রথম T-20, টেক্কা দেবে কে?

December 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: টেস্ট সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিয়েছে ওয়ান ডে সিরিজ জয়। এবার শুরু টি-২০ লড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন সূর্যকুমাররা। আজ, মঙ্গলবার প্রথম ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে। আগামী বছর টি-২০ বিশ্বকাপ, তার আগে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে এখন ঝাড়াই বাছাই চালাবেন গৌতম গম্ভীর। হার্দিক পান্ডিয়া গতকাল বরাবাটি স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিলেন। চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের ছিলেন না এই অলরাউন্ডার। এখন পুরো ফিট। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ম্যাচও খেলেছেন। আজ গিলেরও কামব্যাকের সম্ভাবনা আছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে প্রথম টেস্টে ব্যাট করার সময় ঘাড়ে টান ধরায় মাঠ ছেড়েছিলেন। রিহ্যাবের পর এখন তিনি সুস্থ। ফিটনেস টেস্টে পাশ করায় খেলতে বাধা নেই। সোমবার অনুশীলন করেছেন। অভিষেক শর্মা ফর্মে আছেন, মিডল অর্ডারে শিবম দুবে, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মারা আছেন। হার্দিক যোগ দেওয়ার পেস বোলিংয়ে ভারসাম্য বাড়ল। অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে খেলানো হতে পারে। ফিরছেন যশপ্রীত বুমরাহ। অর্শদীপ বা হর্ষিত রানা তাঁর সঙ্গী হবেন। স্পিনার হিসেবে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর খেলার সম্ভাবনা প্রবল।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও অত্যন্ত শক্তিশালী। মার্করাম, কুইন্টন ডি’কক, হেনরিকস, ডেওয়াল্ড ব্রেভিসরা বোলারদের চাপে ফেলতে পারেন। অলরাউন্ডার করবিন বশ ও মার্কো জানসেনরা রান তাড়া করতে তুখোড়। অ্যানরিখ নর্তজে, লুঙ্গি এনগিডিরা পেস বোলিংয়ে ঘায়েল করতে পারেন। ঘূর্ণিতে কেশব মহারাজ আছেন।

গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর থেকে ভারত এই ফরম্যাটে অপ্রতিরোধ্য। এশিয়া কাপে খেতাব জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলেন সূর্যকুমাররা। ফলে ভারতের পাল্লাই ভারি। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen