ডাহা ফেল ট্রাম্প! ফের শুরু থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৩: দেশে দেশে যুদ্ধ থামিয়ে বেড়ানো ট্রাম্প এবার ফেল মেরে দিলেন! মাত্র পাঁচ মাস রইল সংঘর্ষবিরতি। আবার শুরু হল থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত (Thailand Cambodia Clash )। সোমবার সকালে কম্বোডিয়ার সেনাঘাঁটি লক্ষ্য করে থাইল্যান্ড এয়ার স্ট্রাইক চালিয়েছে। অন্যদিকে, থাইল্যান্ড সেনার দাবি, সোমবার সকাল থেকে কম্বোডিয়া ব্যাপক গোলাবর্ষণ করেছে। তাতে এক সৈনিকের মৃত্যু হয়েছে। প্রত্যাঘাত আনতে আকাশ পথে হামলা চালিয়েছে থাই সেনা।
উল্লেখ্য, জুলাই মাসেই সংঘাত শুরু হয়েছিল দুই দেশের। টানা পাঁচদিন সংঘর্ষ চলে দুই দেশের মধ্যে। অন্তত ৪০ জনের মৃত্যু হয়। তিনদিন পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানায় কম্বোডিয়া। যদিও সে প্রস্তাবে আমল দেয়নি থাইল্যান্ড। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে রাজি হয় দুপক্ষ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাঁর প্রচেষ্টাতেই নাকি যুদ্ধ বন্ধে সম্মত হয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া। অক্টোবর মাসে শান্তিচুক্তি সই করে দুপক্ষ। কিন্তু আবারও দুই পক্ষের মধ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।
গত পাঁচ মাসে দুই দেশই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। সোমবার সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। থাইল্যান্ড সেনার দাবি, রবিবার সি সা কেত প্রদেশে কম্বোডিয়ার সঙ্গে সংঘাত চলেছে। সি সা কেত সহ চার প্রদেশ থেকে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় থাইল্যান্ড প্রশাসন। তাদের আরও দাবি, সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কম্বোডিয়া। যদিও কম্বোডিয়া দাবি অস্বীকার করেছে। তারা শান্তিচুক্তিতে অটল বলেই জানিয়েছে। থাইল্যান্ডের অনড় দাবি, কম্বোডিয়ার পোঁতা ল্যান্ডমাইন ফেটেই শহিদ হয়েছেন এক সেনা জওয়ান। তারপরই কম্বোডিয়ার সেনাঘাঁটিতে বোমা ফেলেছে থাইল্যান্ডের বায়ুসেনার বিমান। জবাবে রকেট ছুড়েছে কম্বোডিয়াও।