কেমন চলছে SIR-র কাজ, বঙ্গে শীতের ইনিংস, কোন পথে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি, কোন কোন খবরে নজর থাকবে আজ?

December 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: *SIR-র ডিভিশনাল পর্যবেক্ষকদের সঙ্গে CEO-র বৈঠক*

রাজ্যে পাঁচজন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। দিল্লি থেকে আজ তাঁরা কলকাতায় পৌঁছবেন। পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দুপুর দেড়টা নাগাদ CEO অফিসে বৈঠক হওয়ার কথা।

*বঙ্গে শীতের স্পেল কত লম্বা হবে?*

রাজ্যে শীতের স্পেল আরও দীর্ঘতর হবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে রাজ্যে নতুন করে পারদপতনেরও সম্ভাবনা নেই। কোথাও বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে তাপমাত্রার পতন হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলতে পারে কুয়াশার দাপট চলবে।

*কোন পথে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি*

বাণিজ্য চুক্তি নিয়ে আবারও আলোচনায় বসছে ভারত এবং আমেরিকা। আজ, বুধবার দু’দেশের বাণিজ্য প্রতিনিধিদল দিল্লিতে বৈঠকে বসছে। বৈঠক চলবে তিন‌ দিন ধরে। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছেন ট্রাম্প। ভারত থেকে আমদানি করা চালের উপর শুল্কের হার আরও বাড়ানোর করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen