‘মমতাদি আরেক বার’, ‘খেলা হবে’-র পর কোন নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দেবাংশু?

December 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: রাজনৈতিক প্রচার এখন অনেকটাই সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যম নির্ভর। নেটদুনিয়ায় রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে উঠছে গ্রাফিক, ভিডিও কনটেন্ট। আমজনতার মধ্যে তা বিপুল জনপ্রিয়। বঙ্গ রাজনীতিও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে শাসক দল তৃণমূলের একের পর এক গান, ভিডিও রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছে নির্বাচনের সময়। তৃণমূলের তরুণ তুর্কি নেতা তথা আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার প্রধান দেবাংশু ভট্টাচার্য আরও এক নতুন গান দিয়ে হাজির হচ্ছেন বলে জানা যাচ্ছে। আজ, বুধবার মুক্তি পাচ্ছে তাঁর নয়া গান।

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। মনে করা হচ্ছে, ছাব্বিশের আগে তৃণমূল কর্মী, সমর্থকদের লড়াইয়ের সুর বেঁধে দিতে চলেছে দেবাংশুর নতুন গান। এর আগে ‘মমতাদি আরেক বার’, ‘দিল্লি যাবে হাওয়াই চটি’ মতো স্লোগান কেন্দ্রিক গান তৈরি করেছেন দেবাংশু। ২০২১-র নির্বাচনের আগে তিনি লিখেছিলেন ‘খেলা হবে’। ভোট যার অভিঘাত ছিল মারাত্মক। আট থেকে আশি সবাই সে গানের মাদকতায় ভেসেছেন। মমতা থেকে মোদী, তাবড় নেতাদের মুখে শোনা গিয়েছিল ‘খেলা হবে’। জনপ্রিয়তার নিরিখে নজির গড়েছিল ‘খেলা হবে’। রাজনীতির আঙিনা ছেড়ে পিকনিক থেকে বিয়েবাড়ি সর্বত্র বাজতো ‘খেলা হবে’।

ফের একবার দেবাংশুর কাছ থেকে স্লোগান কেন্দ্রিক গান পেতে চলেছে বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই তৃণমূল কর্মী, সমর্থকেরা উচ্ছ্বসিত। তাঁরা অপেক্ষায় রয়েছেন। আজ দুপুরে মুক্তি পাচ্ছে নতুন গান। সমাজ মাধ্যমে এখনই উত্তেজনার পারদ চোখে পড়ছে। এখন দেখার, দেবাংশুর কণ্ঠে ফের একবার কোচবিহার থেকে কাঁথি মমতা-ম্যাজিকে মেতে ওঠে কি-না!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen