শ্বেতপত্র কোথায়? কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সাদা কাগজ হাতে প্রতিবাদ তৃণমূল সাংসদদের

December 10, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩১: বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সংসদের ভিতরে, বাইরে তীব্র আন্দোলন চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা। আজ, বুধবার সাদা কাগজ হাতে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদরা। তাঁদের প্রশ্ন শ্বেতপত্র কোথায়?

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। বাংলার জন্য কেন্দ্রের বরাদ্দ শূন্য, তা তথ্য-পরিসংখ্যান দিয়ে তুলে ধরেছেন অভিষেক। যা নিয়ে কেন্দ্র মিথ্যাচার চালিয়ে গিয়েছে। বিগত লোকসভা ভোটের সময় শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কেটে গিয়েছে ২১ মাস। আজ শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হলেন জোড়াফুলের সাংসদেরা।

বুধবার সংসদ চত্বরে সাদা কাগজ হাতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তৃণমূল সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, সাকেত গোখলে, ডেরেক ও’ব্রায়েন, প্রতিমা মণ্ডল, সাগরিকা ঘোষ, সায়নী ঘোষ (Sayani Ghosh), ইরফান পাঠান, কীর্তি আজাদ, মিতালী বাগ সহ দুই কক্ষের প্রায় সব সাংসদই বিক্ষোভ সামিল হয়েছিলেন। কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও যোগ দেন।

শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস সরব। রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একুশ মাসে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। বাংলার কতটাকা বকেয়া রয়েছে। বাংলায় কেন্দ্রীয় প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হোক। কিন্তু আজও কোনও শ্বেতপত্র প্রকাশ করা হয়নি। আজ আমরা কেন্দ্রের এই নীরবতার প্রতিবাদ করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen