মোহনবাগানের ঐতিহাসিক ১৯১১-এর শিল্ড জয়ের জার্সি উপহার পেতে চলেছেন মেসি! বিশেষ উদ্যোগ শতাব্দী প্রাচীন ক্লাবের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: ভারতের ফুটবল ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী হতে চলেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। স্বাধীনতা আন্দোলনের সময়ে মোহনবাগানের ১৯১১ সালের আইএফএ শিল্ড জয় আজও সমর্থকদের হৃদয়ে আঁকা। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে বিশেষ একটি জার্সি মেসির হাতে তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।
ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালের ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে আইএফএ শিল্ড জয় করার সেই অমর একাদশের ইতিহাস এবার পুনরায় জীবন্ত হবে। ম্যাচের আগে এই বিশেষ জার্সি মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত মেসির হাতে উপহার হিসেবে তুলে দেবেন। উপস্থিত থাকবেন একাধিক প্রাক্তন তারকাও। প্রীতি ম্যাচে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান অল স্টারের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের খেলোয়াড়রা মাঠে নামবেন।
মেসি কলকাতায় এসে শুধু খেলাধুলা নয়, সল্টলেক স্টেডিয়ামে কনসার্টে অংশ নেবেন এবং লেকটাউন মোড়ে নিজের সত্তর ফুটের মূর্তির উদ্বোধন করবেন। নিরাপত্তা কারণে এই উদ্বোধন তিনি হোটেল থেকে ভার্চুয়ালি করবেন। শুক্রবার গভীর রাতে শহরে পৌঁছে, কলকাতার অনুষ্ঠান শেষে একই দিন দুপুরে হায়দরাবাদে উড়ে যাবেন। ইতিহাস ও আধুনিকতার মিলন ঘটছে এই সফরে, যা ভক্তদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে।