‘নরেন্দ্র বাজপেয়ী’! সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নাম ভুল বললেন অভিজিৎ, অস্বস্তিতে গেরুয়া শিবির

December 10, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: বিচারপতির কুর্সি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার সময় যিনি করজোড়ে প্রণাম করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন, তিনিই কি না খোদ প্রধানমন্ত্রীর নাম ভুল করলেন! সাংসদ হিসেবে সংসদের শীতকালীন অধিবেশনে নিজের প্রথম দিকের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে সম্বোধন করে বসলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। বুধবার সংসদে তাঁর এই ‘অনন্য’ কীর্তিতে হাসির রোল উঠল বিরোধী বেঞ্চে, অন্যদিকে চরম অস্বস্তিতে পড়ল শাসক শিবির।

সংসদের শীতকালীন অধিবেশন বর্তমানে এসআইআর (SIR) ইস্যুতে সরগরম। বিরোধীদের চাঁচাছোলা আক্রমণের মুখে এমনিতেই কিছুটা কোণঠাসা বিজেপি (BJP) সাংসদরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিভিন্ন মন্তব্য নিয়ে চলছে তুমুল ট্রোলিং। এবার সেই তালিকায় নতুন সংযোজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন দলীয় আনুগত্য বোঝাতে উজ্জ্বল কমলা রঙের জ্যাকেট পরে সংসদে হাজির হয়েছিলেন তমলুকের সাংসদ। পোডিয়ামে দাঁড়িয়ে রীতিমতো বগলে হাত গুঁজে, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বক্তৃতা শুরু করেন তিনি। বিরোধীদের কটাক্ষ করতে গিয়েই ঘটে বিপত্তি। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন, ‘‘এখন একজন প্রধানমন্ত্রী রয়েছেন। যাঁর নাম… (সামান্য বিরতি নিয়ে) নরেন্দ্র… (আবার একটু থেমে) বাজপেয়ি।’’

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মোদীর বদলে প্রয়াত অটল বিহারী বাজপেয়ির (Atal Bihari Vajpayee) পদবি শুনেই চমকে ওঠেন পিছনের সারিতে বসে থাকা বিজেপি সাংসদরা। বিশেষ করে সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়কে (Jagannath Chatterjee) রীতিমতো আঁতকে উঠতে দেখা যায়। সতীর্থদের হাবভাব দেখে এবং নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি সংশোধন করে ‘নরেন্দ্র মোদী’ বলেন অভিজিৎ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

লক্ষণীয় বিষয় হলো, নাম ভুল বলার জন্য তিনি কোনও দুঃখপ্রকাশ বা ক্ষমা চাননি। বরং এরপরেই বিএলও (BLO)-দের মৃত্যু নিয়ে এক বিতর্কিত ও সংবেদনহীন মন্তব্য করে বসেন প্রাক্তন বিচারপতি। সংসদে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ‘‘রাজ্যে যে কজন বিএলও মারা গিয়েছেন, তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণে মারা গিয়েছেন। এসআইআর-এর কাজের চাপের জন্য কেউ মারা যাননি।’’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই জোড়া ফলায়-একদিকে প্রধানমন্ত্রীর নাম বিভ্রাট এবং অন্যদিকে মৃত কর্মীদের প্রতি দায়সারা মন্তব্য, জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen