আর্জেন্টিনা–Amul জুটি অটুট! FIFA World Cup 2026-এও মেসিদের সঙ্গেই থাকবে ভারতীয় ব্র্যান্ড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: ভারতের দুগ্ধ ব্র্যান্ড আমূল আবারও জায়গা করে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাশে। দক্ষিণ আমেরিকার জায়ান্টদের সঙ্গে আঞ্চলিক স্পনসরশিপে ভারতের উপস্থিতি নতুন কিছু নয়, তবে এবারের ঘোষণা আরও বড় বার্তা বয়ে আনছে—২০২৬ ফিফা বিশ্বকাপ পর্যন্ত অটুট থাকছে দুই পক্ষের অংশীদারিত্ব। বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, আমূলের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
গুজরাটের এই সংস্থা টানা চার বছর ধরে মেসি–দিবালাদের রিজিওনাল স্পনসর। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে এই মর্যাদা পেয়েছে আমূল। সংস্থা সূত্রে জানা গেছে, আগামী বছর বাজারে আসবে আর্জেন্টিনার তারকাদের ছবি-সহ বিশেষ প্যাকেজিং এবং এক্সক্লুসিভ ফ্যান মার্চেন্ডাইজ—যার মাধ্যমে ভারতীয় বাজারে আরও জোরদার হবে মেসিদের উপস্থিতি।
চুক্তি নবীকরণে স্বভাবতই খুশি এএফএ প্রেসিডেন্ট ক্লদিও ফাবিয়ান তাপিয়া। তাঁর মতে, আমূলের মতো ঐতিহ্যবাহী ভারতীয় ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আন্তর্জাতিক বাজারে আর্জেন্টিনার প্রসারকে অনেকটাই ত্বরান্বিত করছে। আমূলের ম্যানেজিং ডিরেক্টর ড. জয়েন মেহতাও জানান, সীমান্ত পেরিয়েও ফুটবল ও আমূল মানুষের মনে একই আবেগ সৃষ্টি করে—এটাই দুই পক্ষকে এক সূত্রে বাঁধে।
এএফএ-র চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লেয়ান্দ্রো পিটারসেন যোগ করেন, সমর্থকদের ইতিবাচক প্রতিক্রিয়া, বাজারে সাফল্য এবং ব্র্যান্ড ইন্টারঅ্যাকশন—সব মিলিয়েই বারবার চুক্তি নবীকরণের পথ খুলেছে। ভারত, চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও আরও শক্তিশালী হচ্ছে।
সব মিলিয়ে একটাই স্পষ্ট—মেসিদের বিশ্বকাপ রক্ষা অভিযানে ভারতীয় ব্র্যান্ড আমূল আবারও বিশ্বচ্যাম্পিয়নদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে প্রস্তুত।