Weather Update: উত্তরবঙ্গে তাপমাত্রা ৮-র নিচে, দক্ষিণবঙ্গেও চলছে শীতের দাপট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ উত্তরবঙ্গে ওপরের পাঁচটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দার্জিলিঙে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে গেছে। কোচবিহারে নেমেছে ৯ ডিগ্রিতে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রি । আগামী এক সপ্তাহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ১৪ডিগ্রির মধ্যেই। বীরভূমে পারদ ১১ ডিগ্রিতে নেমেছে । আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকবে। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানাল আবহাওয়া দপ্তর।