প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: প্রয়াত হলেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিক শিবরাজ পাতিল। আজ, শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সাতের দশকে কংগ্রেসের বিধায়ক হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে লাতুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন। সাতবার লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকার ছিলেন। তাঁর আমলেই মুম্বইয়ে ২৬/১১-র জঙ্গি হামলা ঘটেছিল। মুম্বই হামলার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি।
দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা ছিল তাঁর। আদৰ্শ নির্ভর রাজনীতির জন্য সুনামও ছিল তাঁর।প্রবীণ রাজনীতিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে।
শিবরাজ পাটিলের মৃত্যুকে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee ) লেখেন,‘‘প্রবীণ জননেতা, লোকসভার প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিলের মৃত্যুতে আমি শোকাহত। কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার একজন সদস্য হিসেবে আমার মেয়াদকালে বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার দিনগুলি স্মরণ করি। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”