অন্ধ্রপ্রদেশের চিন্টুরে খাদে পড়ল বাস, মৃত অন্তত ৯

December 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: ৩৫ জন যাত্রী নিয়ে অন্ধ্রপ্রদেশের চিন্টুরে খাদে পড়ল বাস। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অনেক।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে ভদ্রাচলমের রামমন্দিরে গিয়েছিল বাসটি৷ শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলার চিন্টুর-মারেদুমিল্লি ঘাট সড়কের রাজুগরিমেটা মোড়ে খাদে পড়ে যায় বাসটি৷ ইতিমধ্যেই ন’জনের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ বাইশজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর৷ বাসযাত্রীদের মধ্যে ছ’জন পুরোপুরি সুস্থ রয়েছেন।

তেলেঙ্গানার ভদ্রাচলম থেকে পুণ্যার্থী বোঝাই বাসটি মারেদুমিল্লি হয়ে অন্নভারমের উদ্দেশ্যে রওনা হয়। বাসে চালক ও সহকারী-সহ ৩৫ জন যাত্রী ছিলেন৷ রাজুগরিমেটা মোড়ে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রাও উদ্ধারকার্যে শুরু করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিন্টুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে চিন্টুর-মারেদুমিল্লি ঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen