শহরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজারের কমপক্ষে ৪০টি দোকান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০: কলকাতায় অগ্নিকাণ্ড। বাঘাযতীনের রামগড় বাজারের কমপক্ষে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা। অনুমান করা হচ্ছে, কোনও একটি দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টায় আগুন লাগে বলে খবর। দাউদাউ করে বাঘাযতীনের রামগড় বাজারে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও খবর, এখনও রয়েছে পকেট ফায়ার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধায়ক দেবব্রত মজুমদার।
৫৭ কাঠা সরকারি খাসজমির উপর তৈরি এই বাজারে বছরের পর বছর ধরে ব্যবসা করে চলেছেন দোকানিরা। রাতারাতি দোকানপত্র পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে মাথায় হাত ব্যবসায়ীদের। আপাতত অগ্নিদগ্ধ বাজার চত্বর ঘিরে রাখা হয়েছে। বিকিকিনি বন্ধে বিপাকে আম জনতা।