বন্দেমাতরম-কে ‘বন্দে ভারত’, সংসদে বলতে উঠে মোদী, অনুরাগের পর নাড্ডাও ল্যাজেগোবরে!

December 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১২: সংসদে যেন নাম ও তথ্য বিভ্রাটের ম্যারাথন চলছে। চলতি সপ্তাহে বারংবার নানান নাম বিভ্রাটে জড়িয়েছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলেছেন। দেশের কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভুল নাম উচ্চারণ। এবার নাম বিভ্রাটে জড়ালেন নাড্ডাও। বন্দেমাতরমের বদলে দু’বার ‘বন্দে ভারত’ বলে ফেলেছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা বৃহস্পতিবার বলেন, পণ্ডিত জওহরলাল নেহরু বন্দেমাতরম নিয়ে উদাসীন ছিলেন। ‘ন্যাশনাল অ্যান্থেম’ এবং ‘ন্যাশনাল ফ্ল্যাগে’র সঙ্গে একাসনে বসা উচিত বন্দেমাতরম। নাড্ডার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত জনগণমনকে অপমানের অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের প্রশ্ন, ‘‘আলোচনা কি বন্দেমাতরম নিয়ে হচ্ছে? নাকি পণ্ডিত নেহরুকে নিয়ে? নাড্ডাজি আগে তা স্পষ্ট করুন। বিকৃত তথ্য পেশ করা হচ্ছে।’’

মঙ্গলবার থেকে রাজ্যসভায় বন্দেমাতরম-র ১৫০ বর্ষপূর্তি নিয়ে আলোচনা শুরু হয়। বুধবার, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ অভিযোগ করেছিলেন, শুধুমাত্র পণ্ডিত নেহরুকে অপমান করার উদ্দেশে আলোচনা চালাচ্ছে মোদী সরকার। বৃহস্পতিবার আলোচনার শেষ বক্তা হিসেবে রাজ্যসভার সরকারপক্ষের নেতা নাড্ডা বলেন, পণ্ডিত জওহরলাল নেহরুকে আক্রমণের কোনও উদ্দেশ্য নেই। শুধু প্রকৃত তথ্য সামনে আনতে চাই। যদিও ভাষণের প্রায় পুরো অংশে নেহরু এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। প্রতিবাদে সরব হন কংগ্রেসের সাংসদেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen