DGCA-র পদক্ষেপ, বরখাস্ত IndiGo-র চারকর্তা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪২: নাগাড়ে অচলাবস্থার জের, এবার ইন্ডিগোর চার কর্তাকে বরখাস্ত করল DGCA! গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পরিষেবা বিপর্যয় চলছে। ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হয়েছে। তার প্রেক্ষিতে পদক্ষেপ করল উড়ান নিয়ন্ত্রক সংস্থা। তবে আজ, শুক্রবার পরিস্থিতির বেশ কিছুটা উন্নত হয়েছে। যদিও পুরোপুরি স্বাভাবিক হয়নি ইন্ডিগোর উড়ান পরিষেবা।
আজ, শুক্রবার তদন্ত কমিটির সামনে হাজিরা দিতে হতে পারে সংস্থার CEO-কে। বিপর্যয়ের তদন্তের জন্য ইতিমধ্যে চার সদস্যের কমিটি গঠন করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। এবার ইন্ডিগোর চারকর্তাকে বরখাস্ত করল ডিজিসিএ। যদিও বরখাস্ত করার কোনও কারণ দর্শানো হয়নি।
উল্লেখ্য, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হয়েছে। কেন এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্নের মুখে বেসরকারি বিমান সংস্থা। কেন্দ্র সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। কেন্দ্রীয় বিমানমন্ত্রী জানিয়েছেন, যাঁরা এই বিপর্যয়ের জন্য দায়ী, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকেও বরখাস্ত করা হতে পারে।
আজ, শুক্রবারও তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগেই ইন্ডিগোর বিমান পরিচালনার তদারকির দায়িত্বে থাকা চার কর্তাকে বরখাস্ত করা হল।