বাড়ি ফিরলেন নচিকেতা, কবে মঞ্চে ফিরবেন ‘আগুনপাখি’?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪০: শুক্রবার হাসপাতাল থেকে ছুটি পেলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। জানা গিয়েছে, এখন তিনি ভাল আছেন এবং সুস্থ আছেন। এখন আর কোনও সমস্যা নেই। গায়কের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল তাঁর অনুরাগীমহল। এখন তাঁরা নিশ্চিন্ত।
চিকিৎসকের মতে, আগামী সপ্তাহ থেকে হয়তো মঞ্চে ফিরবেন গায়ক। শরীরের বাড়তি যত্ন নিতেও নচিকেতাকে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়ম মেনে খাওয়াদাওয়া, বিশ্রাম করতে হবে শিল্পীকে। আর কোনও দুশ্চিন্তা কারণ নেই। আপাতত দিন কয়েক বিশ্রামে থাকতে হবে তাঁকে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই হঠাৎই বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। কাল বিলম্ব না-করে শনিবার দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং স্টেন্ট বসানো হয় গায়কের হৃদযন্ত্রে। গত মঙ্গলবার কোচবিহার থেকে ফিরে নচিকেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।