পাখির চোখ অলিম্পিক, অবসর ভেঙে কুস্তির আখড়ায় Vinesh Phogat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: অবসর ভেঙে ফিরতে চলেছেন ভিনেশ ফোগত (Vinesh Phogat)। বিগত অলিম্পিকে ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয়েছিল তারকা কুস্তিগিরের। তৈরি হয়েছিল বিতর্ক। অবসর ঘোষণা করেন ভিনেশ। এবার সিদ্ধান্ত বদলে আগামী অলিম্পিককে পাখির চোখ করছেন তিনি। পদকজয়ের লক্ষ্যে অবসর ভেঙে ফিরতে চলেছেন ভিনেশ ফোগত। ইনস্টাগ্রাম পোস্টে ভিনেশ লিখেছেন, ‘‘কুস্তির প্রতি এখনও ভালোবাসা রয়ে গিয়েছে। আবারও খেলতে চাই। আগামী অলিম্পিকে আবারও খেলব। এবার আমি আর একা নই। আমার টিমে রয়েছে আমার ছোট্ট ছেলেও।’’
দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসাবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন ভিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ফাইনালে নামতে দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের নজরদারিতে থেকেও কী করে ওজন বাড়ল, কোনও অন্তর্ঘাত করা হয়েছে কি-না, নানা প্রশ্ন ওঠে। ফাইনালে ওঠার জন্য অন্তত রুপোর পদক দেওয়া হোক, এমন দাবিও জানানো হয় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হয় হরিয়ানার কন্যাকে। তারপরই কুস্তি থেকে অবসর নেন।
এর আগে কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। দিল্লির রাজপথে ধর্না, বিক্ষোভে প্রথম সারিতে দেখা গিয়েছে ভিনেশকে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে বিধায়ক হয়েছেন। চলতি বছরের জুলাই মাসে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা হওয়ার পাঁচ মাসের মধ্যে আবারও কুস্তির ময়দানে ফেরার সিদ্ধান্ত নিলেন ভিনেশ।