সোনালির স্বামী সহ বাংলাদেশে আটক চারজনের নথি জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

December 12, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৫: সোনালি খাতুন ও তাঁর ছেলে দেশে ফিরেছেন। বাংলাদেশে এখনও আটকে সোনালির স্বামী-সহ চারজন। তাঁদের নথি জমার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে নথি পাঠাতে বলা হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টিকে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে দেখতে বলেছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি।

শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান, সোনালিকে ফিরিয়ে আনা হয়েছে কি-না। তাঁদের আর্থিক ও মেডিক্যাল সহযোগিতা করা হচ্ছে কি-না, তাও জানতে চান বিচারপতিরা। তারপরই সোনালি বাবা ভুদু শেখ ও আমির শেখের আইনজীবী বাংলাদেশে আটকে থাকা সোনালির স্বামী ও সুইটি বিবি পরিবারকে ফিরিয়ে আনার কথা বলেন।

সর্বোচ্চ আদালত বাংলাদেশে আটকে থাকা সুইটি বিবি ও বাকি চারজনের নথি জমা দিতে বলেছে। তা পাঠানো হবে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। ভুদু শেখদের আইনজীবীরা দ্রুত মামলার শুনানির আবেদন জানান। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, রাজ‍্যের কাছে প্রত‍্যেকের ভেরিফিকেশনের নথি রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen