Kolkata Metro: রবিবার সকাল থেকে বাড়তি পরিষেবা, কোন রুটে কখন চলবে মেট্রো

December 12, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: আগামী রবিবার (১৪ ডিসেম্বর) রাজ্যজুড়ে স্টেট এলিজিবিলিট টেস্ট বা সেট। পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো পরিষেবা দেওয়ার ঘোষণা করল কলকাতা মেট্রো। ওই দিন রবিবার ব্লু ও গ্রিন লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। ১৩০টির বদলে ১৪৪ টি মেট্রো চলবে ওইদিন। আর গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রবিবার ১০৪টি মেট্রোর বদলে চলবে ১১৮ মেট্রো। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে রবিবার কোনও মেট্রো চলবে না।

১৪ ডিসেম্বর রাজ্যে ১৪তম SET রয়েছে। এমনিতে রবিবার অন্যদিনের তুলনায় দেরিতে মেট্রো পরিষেবা শুরু হয়। কিন্তু পরীক্ষার জন্য এ দিন সকাল ৭টা থেকেই শুরু হবে মেট্রো চলাচল। ব্লু ও গ্রিন লাইন, ২টির ক্ষেত্রেই একই সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। সকাল ৯টা থেকে ২টি লাইনেই অন্যান্য রবিবারের মতো মেট্রো পরিষেবা মিলবে।

ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শহিদ ক্ষুদিরামের দিক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৩ মিনিটে। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়, সল্টলেক সেক্টর ফাইভ থেকেও প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen