SIR: একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়লেও, বাংলায় কেন বাড়তি সময় নয়? বিক্ষোভ বিএলওদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন পেরিয়েছে। আগামী ১৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। তার আগেই এসআইআর-এর সময়সীমা বাড়ানোর দাবি জোরদার করেছে বিএলও সংগঠন। শুক্রবারও কলকাতায় রাজ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যেরা।
প্রসঙ্গত, বর্তমানে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)। এর মধ্যে সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন—তামিলনাড়ু, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, আন্দামান-নিকোবর এবং উত্তরপ্রদেশ। কেরলকে আগেই অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে।
কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। বাংলার জন্য কেন বাড়তি সময় নয়?—এই প্রশ্নই বারবার তুলছেন বিএলওরা। তাঁদের অভিযোগ, “বেছে বেছে প্রতিটি ক্ষেত্রেই বঞ্চনার শিকার হচ্ছে বাংলা।”