নাম বদলাচ্ছে ১০০ দিনের প্রকল্পের! ‘কবিগুরুর অপমানে’ আক্রমণ তৃণমূলের

December 12, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.১০: নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি’ বদলে হচ্ছে ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি’।

সরকারি সূত্রে খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরও জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একই সঙ্গে কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের।

কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনও মিলেছে। এবার তা সংসদে পেশ করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘুরিয়ে বাংলার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান বলেই দাবি তৃণমূলের। মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘মহাত্মা’ আখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর নামেই কেন্দ্রীয় সরকার চালু করেছিল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি’ বা মনরেগা প্রকল্প। এবার সেই নাম পরিবর্তন করতে চলেছে মোদী সরকার। যদিও সরকারিভাবে নাম বদলের কথা ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, যেহেতু এটি আইন, তাই সংসদ চলাকালীন কিছু পরিবর্তন করতে গেলে বিল পেশ করতে হয়। সোমবারই বিলটি পেশ হবে বলে সূত্রের খবর। সেই সঙ্গে ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হতে চলেছে, সেইসঙ্গে মজুরিও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। যদিও কেন্দ্রের নাম বদলের সিদ্ধান্তে বাংলার অপমানে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “মহাত্মা গান্ধীর বদলে পূজ্য বাপু বলতে চাইছে। বাংলার স্পর্শ ও অবদানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে।” কেন মহাত্মার নাম বদল হবে? কেন ‘মহাত্মা’ শব্দ সরিয়ে ‘পূজ্য বাপু’ করার পরিকল্পনা? এই প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এরা তো বাংলার টাকা দিচ্ছে না। এক পয়সাও দেয়নি। এবার আবার নাম বদল করতে চাইছে!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen